বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ দিলারা হানিফ পূর্ণিমা। লম্বা বিরতির পর্দার আড়ালে থাকলেও তিনি এখনও আলোচনায়। এবার সরাসরি মুখ খুললেন কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ওটিটি প্ল্যাটফর্মের সিন্ডিকেট প্রসঙ্গে।
পূর্ণিমা স্পষ্ট ভাষায় বললেন, “অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।”
অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, “ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।”
ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার। তবে সেখানে বড় বাধা হিসেবে দেখছেন সিন্ডিকেটকে। পূর্ণিমা জানান, “ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।”
তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান ও যোগ্য গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পাবেন। পূর্ণিমা জানিয়েছেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। তার ভাষায়, “এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতাম।”