খেলাধুলা ডেস্ক || চলতি এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলার কথাই ছিলো না। কঠিন গ্রুপ থেকে শ্রীলঙ্কার সহায়তায় সেরা চারে ওঠে বাংলাদেশ। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।
ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে লঙ্কানরা। আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগেও খেলছেন এই ম্যাচে। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানালেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন, ‘দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব্যবহৃত পিচ। আমরা আগে ব্যাট করছি, এটা কোনো ব্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় পারফর্ম করছে।’
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।