আন্তর্জাতিক ডেস্ক || গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।
মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত নতুন এই চালানে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি অ্যাটাক স্থলযান রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে দেশটির সেনাবাহিনী সম্প্রতি গাজা সিটি দখলের অভিযান শুরু করেছে । প্রস্তাবিত এই নতুন মার্কিন সমরাস্ত্রগুলোর ব্যবহার এ অভিযানে হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ের খবরটি আগামী সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের জন্য নিউইয়র্কে বিশ্ব নেতাদের জড়ো হওয়ার কয়েকদিন আগে এলো, যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা নিয়ে একটি উচ্চ-স্তরের বৈঠকও অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত দুই বছরে ৬ বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন, গাজায় ইসরায়েলের আক্রমণ সম্পর্কে ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান সতর্কতার বিপরীত।
বৃহস্পতিবার, মার্কিন সিনেটরদের একটি দল ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো সিনেট প্রস্তাব উত্থাপন করে এবং সিনেটের অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাট সম্প্রতি ইসরায়েলে আরো অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন।