চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। নিহতরা হলেন—ওই গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই ভাইকে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানিয়েছেন, মিন্টা ও হামজা শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যান। স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে হামজার ও সাড়ে ১১টার মিন্টার মৃত্যু হয়।
উথলী গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।