1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তামান্না কী আধ্যাত্মিক মানুষ? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

তামান্না কী আধ্যাত্মিক মানুষ?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে
অভিনেত্রী তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক || ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল— নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। কখনো কাজের জন্য কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাকে নিয়ে আলোচনা কম হয়নি।

ঝলমলে জীবনের বাইরেও তামান্না ভাটিয়া ঠিক কেমন? তামান্না কী একজন আধ্যাত্মিক মানুষ? ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে এই প্রশ্ন রাখা হয়। জবাবে এই অভিনেত্রী বলেন, “তরুণ বয়স থেকেই আমি একজন অনুসন্ধানকারী। আমি মনে করি, ভারত সবসময়ই অনুসন্ধানের ভূমি ছিল। আমরা অনুসন্ধানকারী জাতি। দুর্ভাগ্যজনক বিষয় হলো, যখন কেউ বলে ‘আধ্যাত্মিকতা’ বা ‘ধর্ম’, তখন এর সঙ্গে এতটাই ভুল ধারণা ও কলঙ্ক জড়িয়ে থাকে যে, আমরা যেটা সত্যিই খুঁজছি, আমাদের সেই অভিপ্রায়টাই হারিয়ে যায়।”

কারো সাহায্য ছাড়াই আনন্দে থাকতে পারেন তামান্না। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “প্রযুক্তিগতভাবে, আমরা কেবল নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছি—অন্তত আমার যাত্রাটা তাই ছিল। কিন্তু গত দুই-তিন বছরে, আমি যেসব সাধনা করেছি, সেগুলো আমার জীবনে গভীর রূপান্তর এনেছে। এখন আমি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করেই আনন্দে থাকতে পারি। আমি সবসময় দারুণ উদ্দীপ্ত থাকি।”

আধ্যাত্মিক মানুষ মানেই সন্ন্যাসী নন। তামান্নার ভাষায়, “মানুষ সাধারণত ভাবে, যারা একটু বেশি আধ্যাত্মিক, তাদের জীবন খুব একঘেয়ে, উদাসীন বা সন্ন্যাসী ধরনের হয়। তারা মনে করে, তারা সবকিছু থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমার সাধনাগুলো আমাকে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে, জীবনের প্রতি আরো ক্ষুধার্ত করে তুলেছে, নতুন অভিজ্ঞতার জন্য আরো উচ্ছ্বসিত করে তুলেছে। তাই এটা একেবারে বিপরীত অভিজ্ঞতা, যা প্রচলিত ধারণার সঙ্গে একদমই মেলে না।”

আপনার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের খবর ও আলোচনা কীভাবে সামাল দেন? জবাবে তামান্না ভাটিয়া বলেন, “আমি তা উপেক্ষা করি না। আমি সব শুনি। আমি নিজেকে নিয়ে খোঁজ রাখি—কে কী বলছে, কোথায় বলছে, সব জানি। তারপর আমি সেটা ছেড়ে দিই। মানুষের মতামত নিয়ে আমি কিছু করতে পারি না। আমি সেটা বদলাতে পারি না বা তাতে প্রভাবও ফেলতে পারি না। তবে বিশ্বাস করি, আমি আমার সবচেয়ে সত্যিকারের জীবনটাই বাঁচার চেষ্টা করছি। আমি সেটা তুলে ধরার চেষ্টা করি, আমার সিনেমা পছন্দের মাধ্যমে, ফ্যাশনের মাধ্যমে বা যেকোনো সৃজনশীল সুযোগের মাধ্যমে। সেটা রিল হোক বা ছোট কিছু—যতটা তুচ্ছই মনে হোক না কেন। আমি এই মাধ্যমগুলোকে ব্যবহার করছি নিজেকে প্রকাশ করার জন্য। কিন্তু আমি ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না।”

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার চারটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’। তাছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT