ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাল আদালত। পাশাপাশি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উস্থি ইউনিয়নে সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড নামে কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি। অভিযানে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সরকারি অনুমোদন ছাড়া উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি বলেন, “পরিবেশ দূষণ করে জনবসতির মধ্যে এই ধরনের কারখানা সরকারি অনুমোদন ছাড়া চলতে পারে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের অর্থদণ্ড ও কারখানা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”