বিনোদন ডেস্ক || শুটিং সেটে আহত হয়েছে বলিউড অভিনেতা সালমান খান। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সালমান খান এবং পুরো টিম লাদাখে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং করেছেন। এমনকি, শরীরের চোট সত্ত্বেও সালমান কম অক্সিজেন এবং চরম খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করেছেন।”
অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় কর্নেল সন্তোষের চরিত্রে অভিনয় করার জন্য সালমান খান নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন। তবে শুটিং সেটে কীভাবে, কোথায় আঘাত পেয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি।
এ বিষয়ে সূত্রটি বলেন, “টিমটি অ্যাকশন এবং আবেগঘন দৃশ্যগুলো প্রকৃত লোকেশনে শুট করেছে। শুটিং চলাকালীন সালমান খান ছোটখাটো কিছু আঘাত পান। এখন এক সপ্তাহ বিশ্রামে থাকবেন সালমান খান। এরপর মুম্বাইয়ে সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংয়ে অংশ নেবেন। লাদাখে মোট ৪৫ দিনের শুটিং হয়েছে, যার মধ্যে সালমান খান ১৫ দিন শুটিংয়ে অংশ নেন।”
চলচ্চিত্রটির বড় কিছু অ্যাকশন দৃশ্যের জন্য মুম্বাইয়ে বিশাল আকারের সেট তৈরি করা হবে, সেখানে এসব দৃশ্যের শুটিং হবে। যেখানে বহু অভিনেতা সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করবেন। সূত্রটি বলেন, “দ্বিতীয় পর্যায়ের শিডিউলটি ‘ব্যাটল অব গালওয়ান’-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু অ্যাকশন নয়, অনেক আবেগঘন দৃশ্যেরও শুট হবে।”
সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা।
২০২০ সালের জুন মাসে সংঘটিত ভারত-চীন সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘দ্য ব্যাটল অব গালওয়ান’।