1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৫ অক্টোবর সিরিয়ায় সংসদীয় নির্বাচন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

৫ অক্টোবর সিরিয়ায় সংসদীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সিরিয়ায় নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে ৫ অক্টোবর প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা রবিবার এ তথ্য জানিয়েছে।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এই পরিস্থিতিতে নতুন সংসদ একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। সমালোচকরা বলছেন, বর্তমান ব্যবস্থায় সংখ্যালঘু গোষ্ঠীর পর্যাপ্ত অংশগ্রহণের সম্ভাবনা কম।

নতুন সংসদকে দশকের পর দশক ধরে রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতিগুলো পুনর্গঠনের লক্ষ্যে আইন অনুমোদন এবং সিরিয়ার বৈদেশিক নীতি জোটগুলোকে পুনর্গঠন করতে পারে এমন চুক্তিগুলো অনুমোদন করার দায়িত্বও দেওয়া হবে।

সানা জানিয়েছে, ২১০ সদস্যের গণ পরিষদের জন্য ভোট ‘সব নির্বাচনী জেলাজুড়ে’ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন গত মাসে বলেছিল, নিরাপত্তা উদ্বেগের কারণে তিনটি প্রদেশে ভোটদান বিলম্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT