খেলাধুলা ডেস্ক || ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনাঢ্য বোর্ড ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তাদের ভবিষ্যৎ সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা থাকবে তা একেবারেই স্বাভাবিক ঘটনা।
নতুন বোর্ড সভাপতি হিসেবে একেবারেই নতুন মুখ পেতে যাচ্ছে বিসিসিআই। সব ঠিকঠাক থাকলে প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস বিসিসিআইয়ের হট চেয়ারে বসছেন। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
জম্মু-কাশ্মীর থেকে বিসিসিআই-তে প্রতিনিধিত্ব করছেন মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ভারতীয় ‘এ’ দল, আইপিএল ও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বোর্ড সভাপতি হতে চলেছেন মিঠুন। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে মনোনয়ন জমা দেন।
সৌরভ গাঙ্গুলি ফের বিসিসিআই সভাপতি হতে পারেন এমন কথা শোনা যাচ্ছিল। কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের নামও আসছিল। তবে, শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটারের কেউই বিসিবিআই সভাপতি হচ্ছেন না।
আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪৫ বছর বয়সী মিঠুন দুই বছর বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এছাড়া, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস দলের সঙ্গে কাজ করেছেন তিনি।