1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘সার্ককে সক্রিয় করতে ও আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ কাজ করছে’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

‘সার্ককে সক্রিয় করতে ও আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ কাজ করছে’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন

নিউজ ডেস্ক || দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) সক্রিয় করতে এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বুধবার (বুধবার) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বাংলাদেশকে সার্ক ও আসিয়ানের মধ্যে একটি প্রধান সেতুবন্ধন হিসেবে দেখতে চাই। আসিয়ানের সাথে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আমাদের আবেদন পূর্ণ সদস্যপদের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এ সময়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ নীতি সম্পর্কে জানতে চান।

বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, জাতিসংঘ সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আসিয়ান সদস্যপদ প্রক্রিয়া, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গত ১৪ মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অব্যাহত সমর্থন দেওয়া প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমাদের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন অতুলনীয়।”

প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১২ কোটি ভোটারের জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “গত ১৫ বছর ধরে আমাদের মানুষ একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এখন তারা ফেব্রুয়ারির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে জানান যে বাংলাদেশে রাজনৈতিক ও প্রতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’ স্বাক্ষরের পথে রয়েছে, যা গভীর রাজনৈতিক সংস্কারের রূপরেখা হিসেবে গণ্য হবে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বতী সরকারের শীর্ষ অগ্রাধিকার। আর বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে।”

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, “বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তনশীল। জাতিসংঘকে শক্তিশালী করতে হবে।”

প্রধান উপদেষ্টা একমত পোষণ করে বলেন, “জাতিসংঘ বিশ্বব্যাপী বড়ো সংকট মোকাবিলায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে।”

উভয় নেতা দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তারা আঞ্চলিক সংযোগ ও বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বিশেষ করে নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রবেশাধিকারের সুবিধা প্রদান বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT