হাবিব আহমেদ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক || চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ১৫৩০ পিস ইয়াবাসহ নূরুল আমীন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নৌ পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।
নূরুল আমীনের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে বসবাস করছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাতে টার্মিনালে টহলরত নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে সদুত্তর না দেওয়ায় তাকে নৌ থানায় নিয়ে যাওয়া হয়। পরে শরীর তল্লাশি করে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়, যাতে ইয়াবা ট্যাবলেট ছিল।
ওসি আরও বলেন, ‘আটকের সময় তার কাছে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনে চাঁদপুরে এনে আরেকজনের হাতে তুলে দেওয়ার কথা ছিল।’
নূরুল আমীনের বাবা আবুল হাশেম ও মা ছাহারা খাতুনসহ পুরো পরিবার উখিয়ার বালুখালী ক্যাম্পে থাকেন। ধারণা করা হচ্ছে, তিনি ক্যাম্পে বসেই মাদক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় উপপরিদর্শক আবুল হাসেম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নূরুল আমীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।