নিজস্ব প্রতিবেদক || হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে নগদ সহায়তার বিষয়ে আগের সার্কুলার সংশোধন করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যে দেশে পণ্য রপ্তানি করা হবে, কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে। ভিন্ন দেশ থেকে রপ্তানিমূল্য প্রত্যাবাসিত হলেও শর্ত পরিপালন সাপেক্ষে নগদ সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অগ্রিম রপ্তানিমূল্যের বিপরীতে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে নগদ সহায়তা পরিশোধ সংশ্লিষ্ট আগের সার্কুলার সংশোধন করা হলো—যে দেশে পণ্য রপ্তানি করা হবে, কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে। এছাড়া, ভিন্ন দেশ থেকে রপ্তানিমূল্য প্রত্যাবাসিত হলেও নিম্নবর্ণিত শর্ত পরিপালন সাপেক্ষে নগদ সহায়তা প্রদেয় হবে। রপ্তানি আদেশ প্রদানকারী থেকে বা রপ্তানি আদেশ প্রদানকারীর সাথে সুনির্দিষ্ট ব্যবসায়িক সম্পর্ক আছে, এমন উৎস থেকে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) রপ্তানিমূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হতে হবে। নগদ সহায়তার আবেদন প্রক্রিয়াকরণের পূর্বে পণ্য রপ্তানির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংককে স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতি/কাস্টমস কর্তৃপক্ষের এক্সপোর্ট জেনারেল মানিফেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে এবং উক্ত তথ্যাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
এই সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের বিপরীতে নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে। পূর্বের কোনো অনিষ্পন্ন বিষয়ে বা অডিট আপত্তি আছে, এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে এ সার্কুলার প্রযোজ্য হবে না।