1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ||  ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

ইউএসজিএস-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্দে শহর। যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৭.৮ কিলোমিটার (৫ মাইল)।

শুধু মেনে গ্রান্দে শহর নয়, ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশেও কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্ত এলাকাও কেঁপে ওঠে। ঘরবাড়ি ও অফিস ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। তবে দুই দেশেই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময়ে একটি বিজ্ঞান প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। ভূমিকম্প চলাকালীন বা তার পরে সম্প্রচার বন্ধ করেনি ভেনেজুয়েলার সরকারি টিভি চ্যানেলও।

ভূমিকম্পের এক ঘণ্টা পর, ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি নানেজ টেলিগ্রাম এক পোস্টে বলেন, ভেনেজুয়েলা ফাউন্ডেশন ফর টেকনোলজিক্যাল রিসার্চ ৩.৯ এবং ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্পের খবর দিয়েছে। কিন্তু তিনি ইউএসজিএস কর্তৃক উল্লিখিত ভূমিকম্পের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি বলেন, দুটির মধ্যে দুর্বলটি জুলিয়া প্রদেশে ঘটেছে; অন্যটি বারিনাস প্রদেশে ঘটেছে।

উল্লেখ্য, মারাকাইবো হ্রদের পূর্ব উপকূলে অবস্থিত মেনে গ্রান্দে শহর। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের জন্য এই অঞ্চলকে ভেনেজুয়েলার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। এখানেই অপরিশোধিত তেলের বিশ্বের সবচেয়ে বড় ভাণ্ডার মজুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT