1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি || খাগড়াছড়ি পৌরসভা এবং সদর উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

দুপুর দেড়টা দিকে খাগড়াছড়ি সদর উপজেলায় পিকেটারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের ঘটনা ঘটেছে।

এরআগে, খাগড়াছড়ি এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে সড়ক অবরোধ শুরু হয়।

অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্তঃজেলা সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকার বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

উল্লেখ্য গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ৮ম শ্রেণি পড়ুয়া এক মারমা ছাত্রীকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনা ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক শয়নশীলকে ৬ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT