1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাতি আমাদের দিকে তাকিয়ে: ইসি সচিব - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

জাতি আমাদের দিকে তাকিয়ে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জের। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে।”

ইসির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের চ্যালেঞ্জ। আমরা ধাপে ধাপে কাজ করছি। ওভারনাইট কিছু হবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

এআই এর অপব্যবহার ও পোস্টাল ভোটিং প্রসঙ্গে সচিব বলেন, “নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তির অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে ইসি সচেতন। একই সঙ্গে পোস্টাল ভোটিং প্রক্রিয়াকেও আরো স্বচ্ছ করতে কাজ চলছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT