1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণখনিতে ধস নেমে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা জানান, বৃহস্পতিবার ধসের সময় খনির ভেতরে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”

খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি বলেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। ১০০ জনেরও বেশি লোকের মধ্যে আমাদের মাত্র ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, জামফারা অঞ্চলে অবৈধভাবে স্বর্ণখনন অত্যন্ত সাধারণ ঘটনা। এসব খনি প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, যা সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী। নিয়ন্ত্রণহীন এই খনিগুলোর অনিরাপদ পরিবেশের কারণে অতীতে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT