আন্তর্জাতিক ডেস্ক || অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভি অনলাইনের।
পুলিশ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বিপুল সংখ্যক লোক সামনের দিকে ছুটে আসার সময় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েছিল, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেখানে ‘কমপক্ষে ৩০ হাজার লোক জড়ো হয়েছিল।’ তবে বিজয়ের আগমন ছয় ঘন্টারও বেশি বিলম্বিত হয়েছিল, ততক্ষণে জনতা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়েছিল।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এক্স-এর একটি পোস্টে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, “কারুর থেকে আসা খবর দুঃখজনক। আমি অজ্ঞান হয়ে পড়াদের জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছি এবং স্বাস্থ্যমন্ত্রী, কালেক্টর ও প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে সাহায্য করার নির্দেশ দিয়েছি। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এডিজিপি (ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা) কে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী আনবিল মহেশকে যুদ্ধকালীন তৎপরতায় সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য আবেদন করছি।”
বিজয়ের সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগমের ঘটনা এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে ত্রিচিতে প্রথম সমাবেশে বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে তার কনভয়কে ঘিরে বিপুল জনতা উপস্থিত হয়েছিল, যার ফলে ২০ মিনিটের যাত্রা ছয় ঘন্টার যানজটে পরিণত হয়েছিল যা শহরকে স্থবির করে দিয়েছিল।
নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে, পুলিশ তামিলাগা ভেত্রি কাজগমকে সমাবেশের জন্য ২৩টি শর্ত দিয়েছিল। এগুলোর মধ্যে ছিল- কনভয়, জনসাধারণের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদানের উপর নিষেধাজ্ঞা এবং গর্ভবতী মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অনলাইনে সমাবেশে দেখার জন্য পরামর্শ।