1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৩ দিনে কত টাকা আয় করল পবন কল্যাণের সিনেমা? - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

৩ দিনে কত টাকা আয় করল পবন কল্যাণের সিনেমা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে
‘ওজি’ সিনেমার দৃশ্যে পবন কল্যাণ

বিনোদন ডেস্ক || ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে এটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

পবন কল্যাণ অভিনীত নতুন সিনেমা ‘ওজি’। সুজিত নির্মিত এ সিনেমা ২৫ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা। আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। মুক্তির প্রথম দিনে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দাপট দেখিয়েছেন পবন কল্যাণ। তবে এখন বক্স অফিসে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে সিনেমাটি।

বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে তেলেগু ভাষার বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে ছিল রাম চরণের ‘গেম চেঞ্জার’। এটি আয় করেছিল ৯০ কোটি রুপি। তবে এ সিনেমাকে পেছনে ফেলে এখন শীর্ষে অবস্থান করছে পবন কল্যাণের ‘ওজি’ সিনেমা।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ২৮.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২৬.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০০.৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৪ কোটি ৩২ লাখ টাকা)।

ট্র্যাক টলিউডের তথ্য অনুসারে, ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘ওজি’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি নিজাম এরিয়ার থিয়েট্রিক্যাল স্বত্ব ৬০ কোটি রুপির বেশি মূল্যে বিক্রি হয়েছে, অন্ধ্রর স্বত্ব প্রায় ৭০ কোটি রুপি এবং সিডেড রাইটস ২৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। মুক্তির আগেই সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়ায় ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি ৪৯ লাখ টাকা)।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও ‘ওজি’ সিনেমার প্রচারে অংশ নেন পবন কল্যাণ।

ওজাস গাম্ভীরা নামে নিষ্ঠুর এক ডনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ওজি’ সিনেমার কাহিনি। ওজাস গাম্ভীরাকে সবাই ‘ওজি’ নামেই চেনেন। দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাইয়ে ফিরে আসে সে। অমি ভাউকে হত্যার উদ্দেশ্যে তার ফিরে আসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। আর ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

তেলেগু ভাষার গ্যাংস্টার অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন—প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT