1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ দিনের সফর শেষে পহেলা নভেম্বর বাংলাদেশ ছাড়বে ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

মিরপুরে তিন ওয়ানডে হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। সন্ধ্যা ছয়টায় ম্যাচগুলো শুরু হবে।

এবারের সফরের শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT