1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আলিয়ায় মুগ্ধ বাবা মহেশ ভাট - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

আলিয়ায় মুগ্ধ বাবা মহেশ ভাট

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এক যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে ভেঙে বার বার প্রমাণ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বিয়ে করে সংসারী হয়েছেন। এক সন্তানের জননী আলিয়াতে মুগ্ধ তার বাবা পরিচালক মহেশ ভাট।

কন্যা আলিয়াকে নিয়ে গর্বিত মহেশ ভাট। হিউম্যানস অব বম্বেকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, “মা হওয়ার পরও অভিনয়ের প্রতি আগ্রহ এতটুকুও কমেনি আলিয়ার। আলিয়া আমাকে চমকে দিয়েছে; আমি ভাবিনি ও এতটা সক্ষম। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা দিয়েও আলিয়া আমাকে অবাক করেছিল। আমি মেরিল স্ট্রিপের একজন বড় অনুরাগী। আমি আলিয়াকে বলেছিলাম, ‘তুমি ওর কাজ দেখো, তখন বুঝবে তুমি এখনো এই শিল্পের খুব সামান্য অংশই ছুঁয়েছ।”

মা হিসেবে দায়িত্ব সামলে অভিনয়জীবনেও সমান মনোযোগী আলিয়া। তা স্মরণ করে মহেশ ভাট বলেন, “আলিয়া রণবীরকে পছন্দ করে বিয়ে করেছে, এরপরও ওর সিনেমা আরো বড় হয়েছে, ও মা হয়েছে, তবু কাজ করে যাচ্ছে। সম্প্রতি কন্যাকে সঙ্গে নিয়েই মিলানে গুচির একটি ইভেন্টে গিয়েছিল আলিয়া। সম্প্রতি আলিয়া ও মিস্টার বচ্চনের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেখানে রাহার (আলিয়ার কন্যা) জন্য আলাদা একটি ভ্যানিটি ভ্যান ছিল।”

পরের ঘটনা বর্ণনা করে মহেশ ভাট বলেন, “আলিয়া আমাকে বলল, ‘তুমি রাহার ঘরে গিয়ে কেন বসো না, বাবা?’ আমি বললাম, ‘না না, আমি ওটা কলুষিত করতে চাই না।’ ঘরটি অনেকটা নার্সারি স্কুলের মতো, যেন একটা মন্দির। আমি বললাম, ‘না না, বুড়ো মানুষের ওখানে বসার জায়গা না।’ এটাই হলো নতুন প্রজন্মের নায়িকারা—ওরা কাজ করে, সন্তান লালন-পালন করে, আবার বাচ্চাকে নিয়ে গুচির ইভেন্টেও যায়।”

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।

আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সঞ্জয় লীলা বানসালির এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন স্বামী রণবীর কাপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT