1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার দেখা হয়েছে
থালাপাতি বিজয়

বিনোদন ডেস্ক || দক্ষিণী সিনেমার অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থালাপাতি বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে—এমন খবরের ভিত্তিতে এ অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ। ইকোনোমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) একটি ফোন কল পায় চেন্নাই পুলিশ। যেখানে বলা হয়, তামিলাগা ভেটরি কাজাগম-এর প্রধান ও অভিনেতা জোসেফ বিজয়ের চেন্নাইয়ের ইসিআর, নীলানকারাইয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে।

এই সতর্কবার্তা পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বাড়ির ভিতরে ও বাইরে সম্পূর্ণভাবে তল্লাশি চালায়। বিজয়ের বাড়ির বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিজয়ের বাড়িতে কোনো বোমা খুঁজে পেয়েছে কি না তা এখনো জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এর মধ্যে ১৮ জন নারী, ১৩ জন পুরুষ। ৫ জন কম বয়সি মেয়ে ও ৫ জন কম বয়সি ছেলে রয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ৪১ জন মারা গেছেন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৩৪ জন করুর জেলার। ইরোড, তিরুপুর এবং ডিন্ডিগুল জেলার ২ জন, সেলম জেলার ১ জন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT