1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এশিয়া কাপ জয়ের প্রাইজমানির ‘১০ গুণ’ বোনাস পাচ্ছে ভারত দল - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

এশিয়া কাপ জয়ের প্রাইজমানির ‘১০ গুণ’ বোনাস পাচ্ছে ভারত দল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || এশিয়া কাপ-২০২৫ এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে এবার শুধু ট্রফিই নয়, জয়ী ভারতীয় দল পেল এক অভাবনীয় পুরস্কারও। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে, চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২১ কোটি রুপি বোনাস (প্রায় ২৯ কোটি টাকা), যা এশিয়া কাপের আসল প্রাইজমানির চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

রবিবার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পরই বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া সংবাদমাধ্যমে জানান, “এটি এক অসাধারণ জয়। তাই উদযাপনের অংশ হিসেবে ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই অর্থ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে।”

এর আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত পায় ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা) প্রাইজমানি। কিন্তু বিসিসিআইয়ের এই বিশেষ পুরস্কার যেন আরও একবার প্রমাণ করল— ভারতীয় ক্রিকেট শুধু মাঠেই নয়, সংগঠনের শক্তিতেও কতটা আধিপত্য বিস্তার করছে।

পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল দেখিয়েছে দাপট। কোহলি, রোহিত কিংবা জাদেজার মতো অভিজ্ঞ তারকার বিদায়ের পরও যে তারা বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত- এই এশিয়া কাপই যেন তার সেরা বার্তা।

বিসিসিআই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে তিন-তিনবার হারানোর বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বোনাস দেওয়ার বিষয়ে লিখেছে, “তিনবার আঘাত, শূন্য প্রতিক্রিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন। বার্তা পৌঁছে গেছে। দলের জন্য ও সাপোর্ট স্টাফদের জন্য ২১ কোটি টাকার পুরস্কার।”

তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতীয় দল ফাইনাল শেষে ট্রফি, মেডেল ও বিজয়ীর চেক সংগ্রহ করেনি। কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসীন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল সূর্যকুমারের দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT