1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে
নিহত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে যুবক আব্দুল্লাহর (২৮) মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান ও জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার বলেন, ‘‘এ ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে সাময়িক বহিষ্কার ও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’

গত ২৩ সেপ্টেম্বর নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের একটি বাড়িতে ৫ লাখ টাকা চুরি হয়। চুরির সন্দেহভাজন হিসেবে পাশের বাঞ্ছারাপুর উপজেলার যুবক আব্দুল্লাহকে আটক করে মারধর করে বাড়াইল গ্রামের লোকজন।

মারধরের পর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে সোপর্দ করার পর পুলিশ তাকে অজ্ঞাত কারণে চার দিন আটকে রেখে নির্যাতন চালায়। এতে আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT