1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল আউট করে নেপালের ঐতিহাসিক সিরিজ জয় - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল আউট করে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে নেপাল হারানোর পর অনেকেই বলেছিলেন, স্রেফ একটি ক্রিকেটীয় অঘটন। অথচ একদিনের ব্যবধানেই সেই ভাবনাকে পুরোপুরি পাল্টে দিল এশিয়ার ষষ্ঠ পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনায় থাকা নেপাল।

মেঘালয়ের দেশটি ওয়েস্ট ইন্ডিজকে এবার ৮৩ রানে অলআউট করে জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। নেপালের ক্রিকেট ইতিহাসে যা নিঃসন্দেহে সবচাইতে বড় অর্জন। তাদের উজ্জীবিত পারফরম্যান্সে টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়ল। অবিস্মরণীয় সিরিজ জয়ে আইসিসির সহযোগী দেশ নেপাল প্রমাণ করল কোন অঘটন তারা ঘটায়নি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেপাল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা। জয় পায় ৯০ রানে।

নেপালের হয়ে ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন আসিফ। ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা। তাদের দুই জনের ব্যাটেই বড় সংগ্রহ পায় নেপাল। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান।

স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একটুও ভালো হয়নি। রান তাড়ায় নিয়মিত উইকেট হারায় তারা । প্রথম ৫ ওভারে ক্যারিবিয়ানরা করতে পারে কেবল ৭ রান। প্রথম বাউন্ডারি পায় ৩৪ বলে। সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোলডার।

বল হাতে নেপালের সফলতম বোলার মোহাম্মাদ আদিল। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী পেসার। ১৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার কুশাল ভুর্তেল। একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT