1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে
বিবেক ও সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ব্যক্তিগত জীবনে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। ২০০৩ সালে এ সম্পর্কের ইতি টানেন এই যুগল। কারণ ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খান হত্যার হুমকি দিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন বিবেক। তারপর এ ঘটনার প্রভাব বিবেকের ক্যারিয়ারেও পড়ে।

কয়েক দিন আগে প্রখর গুপ্তকে সাক্ষাৎকার দেন বিবেক ওবেরয়। এ আলাপচারিতায় পুরোনো সেই বিষয় উঠে আসে। বিবেক ওবেরয় বলেন, “আমি সবসময় একজন সংবেদনশীল ও আবেগপ্রবণ মানুষ। আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ ইতোমধ্যে সেটা অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমার হয়েছে। এটা খুবই ভয়ের, একাকিত্বে ভরা এবং নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক জীবন।”

সেই সময়ের সংবাদ সম্মেলন ও তার পরবর্তী প্রতিক্রিয়া দশকের অন্যতম বড় বিতর্কে রূপ নিয়েছিল। তবে বিবেক বিষয়টিকে ঈশ্বরের দেওয়া ধৈর্যের পরীক্ষা মনে করেন। বিবেকের মতে, “অদ্ভুত ব্যাপার হলো, যখন বিপদ মাথার ওপর নেমে আসে, তখন তা অনেক বড় মনে হয়। ঠিক তেমনি মনে করি, ঈশ্বর যখন আমাদের সমস্যাগুলো দেখেন, তখন ভাবেন, ‘বাচ্চা, এটা তো ছোট ব্যাপার, আমি তোমাকে আরো শক্তিশালী করে তুলব।”

সালমান খানের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনকে ‘অপরিণত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন বিবেক। তার ভাষায়, “আমার কাছে এখন এটিকে অপরিণত মনে হয়। তখনকার প্রতিক্রিয়া দেওয়া বা পাওয়ার বিষয়টি মজার মনে হয়। সেই ভয়, তিক্ততা—সব কিছুই তখন একটা কঠিন জানালার মতো ছিল। আমি যা কিছু পেরিয়েছি, সেসব ভুলে গেছি।”

২২ বছর আগে ঐশ্বরিয়া-বিবেক সম্পর্কের ইতি টানেন। ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন বিবেক। প্রিয়াঙ্কা কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার যাপন করছেন বিবেক। অন্যদিকে, অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে সালমান খান এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরই রয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT