1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফ্লোটিলার ২১ নৌযান কব্জায় নেওয়ার দাবি ইসরায়েলের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

ফ্লোটিলার ২১ নৌযান কব্জায় নেওয়ার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
এই ছবি শেয়ার করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সুস্থ ও নিরাপদে আছেন

আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলো এগিয়ে যাচ্ছে গাজা অভিমুখে। তবে ৪৪ নৌযানের মধ্যে ২১টি নিজেদের কব্জায় নেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, গ্রেপ্তার করা হয়েছে ২০০ জনকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গ্রেপ্তারকৃত ত্রাণকর্মীরা ‘নিরাপদে এবং সুস্থ আছেন।’ খবর আলজাজিরার।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হাওয়া অধিকারকর্মীদের মধ্যে ইউরোপের যারা তাদের দেশে ফেরার প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে।

এদিকে, ইসরায়েলের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা ত্রাণ নিয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছেন। আজ দুপুর ১২টার দিকে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ‘মিকেনো’ নামের ওই নৌযানটি গাজার জলসীমায় প্রবেশ করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলে অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী এটা আটক করেছে কি না তা স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT