1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সহজ হলো ‘টাকা অ্যাকাউন্ট’ খোলা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

সহজ হলো ‘টাকা অ্যাকাউন্ট’ খোলা

নিজস্ব প্রতিবদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদক || বিদেশি বিনিয়োগ দেশে আনতে সহজ করা হলো নন-রেসিডেন্সিয়াল ‘টাকা অ্যাকাউন্ট’ খোলার প্রক্রিয়া। এখন থেকে ‘টাকা অ্যাকাউন্ট’ খোলার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। তবে, অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে হিসাবের তথ্য জমা দিতে হবে।

সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা জারির মাধ্যমে ‘টাকা অ্যাকাউন্ট’ খোলা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, টেম্পোরারি নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএএস), টেম্পোরারি ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলার আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হবে না। তবে, কোম্পানি নিবন্ধনের পর অনুমোদিত ডিলার (এডি) প্রতিষ্ঠানগুলোকে ১৪ দিনের মধ্যে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ হিসাবের তথ্য জমা দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা চাইলে তাদের অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে অথবা বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখতে পারবেন। কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ বা কোম্পানি নিবন্ধন সম্পন্ন না হলে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। তবে, এ ক্ষেত্রে হিসাব বন্ধ করার তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে অনাবাসী বাংলাদেশি নাগরিক, প্রবাসী বাংলাদেশি তথা বিদেশি বিনিয়োগকারীরা সহজে হিসাব খোলার মাধ্যমে দেশে বিনিয়োগ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT