1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘বাংলাদেশে সম্প্রীতিই আসল’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

‘বাংলাদেশে সম্প্রীতিই আসল’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
রাজধানীর গুলশান-বনানী এলাকার একটি দুর্গাপূজা মণ্ডপ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক || স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “বাংলাদেশে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এখানে সম্প্রীতিই আসল। মানবতাই বড় ধর্ম, সেবাই ধর্ম।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর গুলশান-বনানী এলাকার একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। নূরজাহান বেগম বলেন, “আমাদের সকলের সৃষ্টিকর্তা এক, কেউ তাকে আল্লাহ বলেন, কেউ ভগবান— নাম আলাদা হলেও তিনি একজনই।”

তিনি বলেন, “আমাদের ইসলাম ধর্মে বলা আছে, ‘লাকুম দ্বিনুকুম ওয়া লিয়া দ্বিন’। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যদি আমরা সবাই এই চেতনাকে ধারণ করি, তবে সম্প্রীতির বন্ধন কেউ কোনোদিন ভাঙতে পারবে না।”

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে তিনি সবার প্রতি শুভেচ্ছা জানান এবং বলেন, “এই কয়দিনের আনন্দ আজ বিষাদের সুর বয়ে এনেছে। এই আনন্দের মুহূর্তগুলো আমাদের মধ্যে ভালোবাসা ও একতার বার্তা দিয়ে গেল।”

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT