1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
টি–টোয়েন্টিতে ভালো করে ওয়ানডে দলে সাইফ-সোহান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

টি–টোয়েন্টিতে ভালো করে ওয়ানডে দলে সাইফ-সোহান

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

খেলাধুলা প্রতিবেদক || টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সে সাইফ হাসানের ওয়ানডের দরজা খুলে গেল। শুধু সাইফ নন, নুরুল হাসান সোহানও ডাক পেয়েছেন ওয়ানডে দলে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ৫ অক্টোবর তৃতীয় ম্যাচ শেষে দুই দল তিনটি ওয়ানডে খেলবে। ওই সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো।

প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। গতকাল ১৮ রান করে রাখেন অবদান। ফর্মে থাকা এই খেলোয়াড়কে সুযোগ দেয়া ছাড়া উপায় ছিল না। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। তার জায়গাতেই নেয়া হয়েছে সাইফকে।

লিটন কুমার দাসের চোটে দলে ফিরছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এশিয়া কাপ থেকে চোট নিয়ে দেশে ফেরা লিটন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর খেলতে পারছেন না ওয়ানডে সিরিজেও। সোহান ২০২৩ সালের সেপ্টেম্বরের পর দলে ফিরলেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফের রেকর্ড খারাপ নয়। ১৪৫ ম্যাচ খেলে ৫২৩৪ রান করেছেন ৩৯.৭৭ গড়ে। সেঞ্চুরি করেছেন ১০টি, ফিফটি ৩৪টি। এছাড়া বোলিং করে উইকেট নিয়েছেন ৬৯টি।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা গতকাল রাতেই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভিসা জটিলতা না কাটায় মোহাম্মদ নাঈমের যাওয়া হয়নি।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT