1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভেসে গেছে মাছের খামার - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভেসে গেছে মাছের খামার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে
ফাইল ফটো

লালমনিরহাট প্রতিনিধি || কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে ভেসে গেছে মাছের খামার। আমন ধানসহ নানা জাতের সবজির ক্ষেত পানিতে তলিয়ে থাকায় ক্ষতির শঙ্কা করছেন চাষিরা।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়। রাতে পানি আরো বাড়তে পারে বলে ধারণা তাদের।

স্থানীয়রা জানান, গত দুইদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। রবিবার বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টায় পানি আরো বৃদ্ধি পায়। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। কতোটি পরিবার পানিবন্দি অবস্থায় আছে সে তথ্য এখনো জানা যায়নি।

গোবর্দ্ধন গ্রামের আব্দুর রশিদ বলেন, ‍“নদীর পানি বাড়তে শুরু করেছে। চরাঞ্চলের রাস্তা ঘাট ডুবে গেছে। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে আমন ধানের ক্ষেত। সময় যত যাচ্ছে ততই বাড়ছে পানি। বন্যা আতংকে রয়েছি।”

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, “তিস্তার পানি বাড়ছে। সন্ধ্যায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় তিস্তার পানি আরো বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নদীপাড়ের বাসিন্দাদের সতর্কতা থাকতে আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT