ঢামেক প্রতিনিধি || রাজধানীর ধানমন্ডি লেক থেকে ওমর ফারুক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) লেকে ভাসতে থাকা ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন, আমরা খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডের একটি হোটেলের ব্রিজের পশ্চিম পাশের লেক থেকে ভাসমান লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওমর ফারুকের বাবার বরাদ দিয়ে এসআই জানান, গত ৩ অক্টোবর বিকেলের দিকে খাবার খেয়ে মায়ের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি ওমর ফারুক। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাবা। তার উপস্থিতিতে লেক থেকে ভাসমান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওমর ফারুক হাজারীবাগের বউবাজার টেনারির মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।