আন্তর্জাতিক ডেস্ক || ভারী বৃষ্টিপাতের ফলে নেপালে গত ৩৬ ঘন্টায় ভূমিধস ও আকস্মিক বন্যার ফলে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্ব নেপালের উদয়পুর জেলায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে বন্যায় ১১ জন নিখোঁজ রয়েছেন। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাত রয়টার্সকে বলেছেন, “তাদের উদ্ধার প্রচেষ্টা চলছে।”
ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে শত শত যাত্রী আটকা পড়েছেন। কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেছেন, “দেশীয় বিমান চলাচল মূলত ব্যাহত হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একজন জেলা কর্মকর্তা জানিয়েছেন। সুনসারী জেলার জেলা গভর্নর ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেছেন, কোশি নদীর পানি প্রবাহ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি।
তিনি জানান, কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটই খুলে দেওয়া হয়েছে যাতে পানি নিষ্কাশন করা যায়। স্বাভাবিক পরিস্থিতিতে ব্যারেজের ১০ থেকে ১২টি গেট খোলা থাকে।