1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সিলেটকে উড়াল চট্টগ্রাম - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

জয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সিলেটকে উড়াল চট্টগ্রাম

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে
মাহমুদুল হাসান জয়

খেলাধুলা প্রতিবেদক || আগের দিন জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন সাদমান ইসলাম। আজ মাঠে নেমে মাহমুদুল হাসান জয়, সাদমানের দেখানো পথে হাঁটলেন।

চট্টগ্রাম বিভাগের এই ওপেনার পেলেন টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেঞ্চুরির স্বাদ। ৬৩ বলে ৫টি চার ও ৯টি ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন জয়। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি এখন তারই দখলে। এর আগে সাদমান ও এনামুল ১০১ রানের ইনিংস খেলেছিলেন।

জয়ের রেকর্ড রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম বিভাগ ৬ উইকেটে ২১৪ রান তোলে, যা এবারের লিগে সর্বোচ্চ দলীয় রান। জবাবে সিলেট বিভাগ ১১৫ রানে গুটিয়ে ৯৯ রানের পরাজয়কে সঙ্গী করে।

লিগে দুইটি ফিফটি আছে তার। ৭১ ও ৭৮ রান করেছেন দুই ইনিংসে। আজ জয় সেটিকে রূপ দিলেন সেঞ্চুরিতে। প্রথম ৫০ রান ছুঁয়েছিলেন ৪০ বলে। পরের ৫০ রানে যেতে খেলেন মাত্র ১৯ বল।

বিধ্বংসী ব্যাটিংয়ে সিলেটের বোলারদের তুলোধোনা করে বড় স্কোর পেয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। সবমিলিয়ে শেষের ২৩ বলে ২ চারের সঙ্গে সাতটি ছক্কা মেরে ৬০ রান করেন জয়।

চতুর্থ উইকেটে ইরফান শুক্কুরের সঙ্গে জুটি বাধেন জয়। দুজন মিলে মাত্র ৫৭ বলে যোগ করেন ১২২ রান। ২২ বলে ৪১ রান করেন শুক্কুর। এর আগে মুমিনুল হকের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রান। দিপুর ব্যাট থেকে আসে কেবল ২ রান।

লক্ষ্য তাড়ায় সিলেটের ব্যাটিং একটুও জমেনি। এমন না যে চট্টগ্রামের বোলাররা খুব ভালো বোলিং করেছেন। স্কোর বোর্ডে বিশাল রান দেখেই মনোবল নষ্ট হয়েছে তাদের। দ্রুত রান করতে হবে, সেই চিন্তায় প্রত্যেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন। তাতেই পথ থমকে যায় তাদের। ৬৭ রানে ৫ উইকেট ও ১১৫ রানে অলআউট হারায় তারা।

সর্বোচ্চ ৪০ রান করেন অমিত হাসান। ৩৭ রান আসে রাহির ব্যাট থেকে। অফ ফর্মে থাকা জাকির হাসান ১ রানের বেশি করতে পারেননি। বোলিংয়ে চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন রুবেল। দুইটি করে উইকেট পেয়েছেন শরীফ ও মুরাদ।

ছয় ম্যাচে চার জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চট্টগ্রাম। অন্যদিকে, সিলেটের ছয় ম্যাচে জয় কেবল একটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT