কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফে নিখোঁজের একদিন পর নুসাইবা নুসরাত আফসি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
এর আগে, গতকাল দুপুরে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। নুসাইবা ওই এলাকার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে নুসাইবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
নিহতের বাবা মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘‘নুসাইবাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার কানে দুটি দুল ছিল। সেটা পাওয়া যাচ্ছে না।’’
এদিকে, এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দুই জন লোক নুসাইবাকে জোর করে রিকশায় তুলে নিয়ে যাচ্ছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, “বাড়ির পাশে পুকুরে এক শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে অপহরণ করা হয়েছিল কি না, তদন্তের পরে জানা যাবে।”