1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাসপাতালে নির্মাতা এফ আই মানিক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

হাসপাতালে নির্মাতা এফ আই মানিক

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
দর্শকনন্দিত পরিচালক এফ আই মানিক

বিনোদন প্রতিবেদক || হাসপাতালে চিকিৎসাধীন বাংলা সিনেমার এক সময়ের দর্শকনন্দিত পরিচালক এফ আই মানিক। দীর্ঘ দিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচারের পর এফ আই মানিককে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুরুতে তার পাশে স্ত্রীসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। পরে চলচ্চিত্র পরিবারের লোকজন তার পাশে দাঁড়ান। তবে অপারেশনের সময় তার তিন বোনসহ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।

অনেক দিন ধরে হার্নিয়ার যন্ত্রণায় ভুগছিলেন এফ আই মানিক। সেই যন্ত্রণা এতটাই বাড়ে যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গতকাল রাতে সেই অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মানিক।

অস্ত্রোপচারের খবর জানাতে গিয়ে পরিচালক গাজী মাহবুব আবেগভরা কণ্ঠে বলেন, “এখন অনেকটা ভালো আছেন মানিক ভাই। কথাও বলছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যেই আবার বাসায় ফিরবেন।”

ঢাকাই সিনেমার সোনালি দিনে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এফ আই মানিক। সেই মানুষটিকে হাসপাতালের চার দেয়ালের ভেতর দেখতে অনেকেরই কষ্ট হয়।

নব্বই দশক আর দুই হাজার সালের শুরুতে এফ আই মানিকের সিনেমা মানেই হলে দর্শকের ঢল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মনের মধ্যে ভালোবাসা’, ‘আমার প্রাণের প্রিয়া’।

এফ আই মানিক শুধু একজন নির্মাতা নন, তিনি ঢালিউডের বাণিজ্যিক সিনেমার এক ইতিহাস। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস—যেভাবে তিনি পর্দায় গল্প বুনে কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন, সেভাবেই জীবনযুদ্ধেও জয়ী হয়ে আবার ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT