1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক || আয়নার মতো স্বচ্ছ নির্বচন করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং ৪৩ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী-পুরুষ ভোটারের ব্যবধান ৩০ লাখ থেকে কমে এখন ১৮ লাখে নেমে এসেছে।

তিনি বলেন,“প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছি।”

গণমাধ্যমকে নির্বাচন কমিশনের ‘অংশীদার’ আখ্যা দিয়ে সিইসি বলেন, “ভুল তথ্য বা গুজব প্রতিরোধে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT