1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জয়ের খোলা চিঠি: শিল্পীদের সর্বজনীন করুন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

জয়ের খোলা চিঠি: শিল্পীদের সর্বজনীন করুন

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

বিনোদন প্রতিবেদক || ‘শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী’—নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি চান, শিল্পীরা যেন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সর্বজনীন মর্যাদা পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক বার্তা দিয়ে জয় লেখেন, “বিএনপির আমলে বিএনপির শিল্পী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শিল্পী—গত ২৫ বছর ধরে এই চিত্রই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল, তা ক্ষমা করুন।”

শিল্পীদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে জয় লেখেন, “শিল্পীরা কোমল হৃদয়ের মানুষ। তাদের শক্তভাবে বিচার না করে মায়া ও মমতায় অনুপ্রাণিত করুন। সংস্কারের হাওয়া যখন সর্বত্র বইছে, তখন শিল্পীদের ক্ষেত্রেও পরিবর্তন আসুক।”

দেশের প্রয়োজনে শিল্পীদের পাশে রাখা জরুরি। তবে রাজনৈতিক স্বার্থে নয়, বরং রাষ্ট্রীয় স্বার্থে তাদের গুরুত্ব দিতে হবে বলে মনে করেন জয়। এ প্রসঙ্গে জয় লিখেন, “যারা ক্ষমার যোগ্য, তাদের দ্রুত চিহ্নিত করুন এবং ভয়-আতঙ্ক থেকে মুক্ত করুন। তবে যারা ভয়াবহ অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিষয় আলাদা।”

নিজেকে নির্দোষ দাবি করে জয় জানান, তিনি আতঙ্কে নেই। তার ভাষায়, “আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। শিল্পী সমাজের জন্যই এই পোস্ট করেছি। যদিও শিল্পীদের মধ্যে একতার অভাব আছে, তবু আমার দায়বদ্ধতা আছে সবার জন্য লিখতে।”

শিল্পীদের নিরাপদ ও উদ্দীপনামূলক পরিবেশ নিশ্চিত করার জন্য জয় ‘সংস্কার ও ক্ষমার পথকেই’ উত্তম বলে মনে করেন। তার এই পোস্টে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT