নিজস্ব প্রতিবেদক || শাপলা প্রতীক চেয়ে ফের নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার চিঠিতে শাপলা প্রতীকের সাতটি নমুনা যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। এততে শাপলার ভিন্ন ভিন্ন সাতটি নমুনা ছবি দেওয়া হয়েছে। এসব নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও প্রস্তুত রয়েছে দলটি।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশনের গঠিত কমিটি ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। তালিকায় ‘শাপলা’ প্রতীক রয়েছে বলে এনসিপিকে আশ্বস্ত করেন কমিটির একজন সদস্য। এ বিষয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়।
চিঠিতে আরো বলা হয়, এনসিপি মনে করে, গণমানুষের সঙ্গে দলের শাপলা প্রতীককেন্দ্রিক গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী ও নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই। ফলে, শাপলা ব্যতীত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।