ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় জাহিদের মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পান পরিবারের লোকজন। এরপর খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। পরের দিন সকালে স্থানীয়রা খালের মধ্যে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। সেটি জাহিদুলের লাশ বলে শনাক্ত করেন তার স্বজনেরা। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
সোহেল রানার জবানবন্দি ও ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং আইনজীবীদের জেরা-তর্ক শেষে আদালত আজ এই আদেশ দেন। মামলাটি রাষ্ট্রপক্ষে আবুল কালাম আজাদ ও আসামিপক্ষে মো. শহীদুল হক পরিচালনা করেন।