খেলাধুলা ডেস্ক || এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠে লাল-সবুজেরা শুরু করতে যাচ্ছে নতুন অভিযাত্রা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর একাদশে নেই দলের নিয়মিত কয়েকজন মুখ ফাহামিদুল, সমিত ও অধিনায়ক জামাল ভুঁইয়া।
বাংলাদেশ দলের ঘোষিত একাদশে আছেন: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন এবং ফয়সাল আহমেদ ফাহিম।
এই একাদশে মাঝমাঠে দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন ফর্মে থাকা শেখ মোরসালিন ও গত ম্যাচে গোল পাওয়া রাকিব হোসেন।
অন্যদিকে, দীর্ঘদিনের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে বিশ্রামে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলীয় সূত্রে জানা গেছে, শারীরিকভাবে শতভাগ ফিট না থাকায় তাকে আজকের ম্যাচে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তরুণ মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম ও রক্ষণভাগের খেলোয়াড় সমিত সোমও নেই স্কোয়াডে।
বাংলাদেশ এখন বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলছে। হংকংয়ের বিপক্ষে ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশেষ করে সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক উন্নতি ধরে রাখার জন্য।
কোচ কাবরেরা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা জানি এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু ছেলেরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, জেতা।”