কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বজলুর রহমান (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার বোরগাঁও হাওরে এ ঘটনা ঘটে। বজলুর রহমান উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, ‘‘সকালে বাড়ির পাশের হাওড়ে কয়েকজনের সঙ্গে মাছ ধরতে যান বজলুর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজলু মিয়ার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’