1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আজ হারলেই সিরিজ শেষ, বিশ্বকাপ নিয়েও শঙ্কা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

আজ হারলেই সিরিজ শেষ, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের পরাজয় দলকে ফেলেছে চিন্তায়। ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আবারও ব্যর্থ, বিশেষ করে শুরুর দিকে উইকেট হারানোর প্রবণতা ফিরে এসেছে পুরোনো রোগের মতো।

তবে হার দিয়ে সিরিজ শুরু করলেও চিন্তার কোন কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘’আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’’

দ্বিতীয় ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন অধিনায়ক, ‘’আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে।’’

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অথচ প্রথম মাচেই হার। ২০২৭ সালের মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ওয়ানডে র‌্যাংকিংয়ের অষ্টম কিংবা নবম অবস্থানের মধ্যে না থাকতে পারলে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ। তখন ১০ দলের বাছাইপর্ব খেলতে হবে। যা গত বিশ্বকাপে পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই মুহূর্তে আফগানিস্তান ৯১ রেটিং নিয়ে আছে সপ্তমে। ৮৮ রেটিংয়ে আটে অবস্থান ইংল্যান্ডের। ৮০ রেটিংয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। আর এর পরেই দশম অবস্থানে বাংলাদেশ, রেটিং ৭৭।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন আর কোনো ভুলের সুযোগ নেই। সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচই জিততে হবে। তাওহীদ হৃদয় সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘’আমরা ভবিষ্যৎ নয়, সামনের ম্যাচে ফোকাস করতে চাই। একটা ম্যাচ ভালো খেলতে পারলে বাকিটিও আমাদের হাতে আসবে।’’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT