পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীতে র্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতরা হলেন শিশু পিয়াম (২), র্যাবের মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) ও আফরোজা (৩৫)।
শনিবার (১১ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। সেসময় ফতুল্লা এলাকায় পৌঁছালে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। আর র্যাবের গাড়ি চালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, “লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।”