খেলাধুলা প্রতিবেদক || অন্তত পাঁচটি দল নিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য দল চেয়ে দরপত্র আহ্বান করছে বিসিবি।
৫ বছরের জন্য যারা দল কিনতে পারবেন, তাদেরই অগ্রাধিকার দেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজির জন্য সম্ভাব্য ১০টি এলাকা নির্বাচন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করা হয়েছে। পত্র-পত্রিকায় বিজ্ঞাপনও যাবে রবিবার (১২ অক্টোবর)। এর মাধ্যমে এবারের বিপিএলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভাবমূর্তি ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি ভাবনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়েছে। সভা শেষে সদস্য সচিব ইফতেখার আহমেদ বলেছেন, “নির্বাচনের পর নতুন দায়িত্ব পেয়েছি আমরা। আজকের সভায় প্রথমেই ঠিক করতে হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে বিপিএল করব কি না। বোর্ড সভায় আলোচনা হয়েছে, আমরা ধরেছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়টাকে। আগের দলগুলোর চুক্তি শেষ, তাই এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে।”
“আমরা ১০টা অঞ্চলের নাম বলেছি, তবে এবার সময় কম। তাই অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। বলছি না ছয় বা সাতটা দল হবে না, কিন্তু আমাদের প্রাধান্য পাঁচটি দল নিয়েই টুর্নামেন্ট শেষ করা। আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে সব সমস্যা হয়েছিল, এবার আমরা কঠোর থাকব। ফাইনান্সিয়াল দিক ঠিক না থাকলে, কিংবা ম্যানেজমেন্ট দুর্বল হলে বড় প্রতিষ্ঠান হলেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। ফাইনান্স আর ক্রিকেট ম্যানেজমেন্ট—দুটোই এবার কঠোরভাবে যাচাই করা হবে,” – যোগ করেন তিনি।
বিপিএল আয়োজনের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে কাজ করার কথাও বলেছেন ইফতেখার আহমেদ।
তিনি বলেন, “আইএমজির সঙ্গে আমাদের আলোচনা এগোচ্ছে, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। কয়েক দিনের মধ্যেই সই হয়ে যাবে। শুধু এবার সময় স্বল্পতার কারণে তাদের কাজের পরিসর কিছুটা ছোট হবে। সাত মাসের কাজ এবার দুই মাসে করতে হবে। ছোট পরিসরে আয়োজন করা চ্যালেঞ্জ, কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিয়েছি।”