পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কোস্ট গার্ড দক্ষিণ জোনোর বিসিজি আউট পোস্ট এর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস জানায়, মা ইলিশ রক্ষায় সকালে আগুন মুখা নদী, বুড়াগৌরাঙ্গ নদী, তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। রাত এগারোটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার বেহুন্দি ও কারেন্ট জব্দ করা হয়। এসময় ২০ কেজি ইলিশ ও পোনা মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। পুড়িয়ে ফেলা জালের অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, “২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সাগর ও নদীতে অভিযান চলবে। এছাড়া যারা অবৈধভাবে মাছ শিকার করতে তৎপর রয়েছে সে সকল অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”