1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আলবার বিদায়ী রাতে মেসির রেকর্ড - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

আলবার বিদায়ী রাতে মেসির রেকর্ড

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || যেন সময় থেমে গিয়েছিল মায়ামির চেজ স্টেডিয়ামে। বল পায়ের ছোঁয়ায় ফুটবলের মায়া ছড়াচ্ছেন লিওনেল মেসি। আর গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক তার প্রতিটি ছোঁয়ায় উল্লাসে ফেটে পড়ছে। এমনই এক জাদুময় রাতে ইন্টার মায়ামি ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল আটলান্টা ইউনাইটেডকে। আর মূল পার্থক্যটা গড়ে দিলেন সেই চিরচেনা জাদুকর লিওনেল মেসি।

মেসি গোল করলেন দুটি, অ্যাসিস্ট করলেন একটি। আর তারই হাত ধরে মায়ামি ছুঁয়ে ফেলল পরিপূর্ণ জয়। এই জোড়া গোলের সঙ্গে মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২৬।

তবে রাতটা ছিল বিশেষভাবে জর্ডি আলবার জন্যও। মেসির দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ নিজের ক্লাব ক্যারিয়ারের শেষ ঘরের মাঠের ম্যাচ খেললেন। আর স্টেডিয়ামজুড়ে দর্শকেরা তাকে দাঁড়িয়ে বিদায় জানালেন।

ম্যাচের ২১ মিনিটে মেসির কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক জেডেন হিবার্ট। কিন্তু ৪০তম মিনিটে আর থামানো যায়নি তাকে। বালতাসার রদ্রিগেজ প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার পর মেসি দারুণ এক কার্লিং শটে বল পাঠান জালের ওপরের কোণা দিয়ে। অতুলনীয় এক গোল!

প্রথমার্ধের শেষ মুহূর্তে তার নিখুঁত পাস থেকে লুইস সুয়ারেজের ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি আবারও আলো ছড়ান। ৫২ মিনিটে তার লম্বা ক্রসফিল্ড পাস পেয়ে আলবা এগিয়ে গিয়ে হিবার্টকে লব করে দারুণ এক গোল করেন। শেষ দুই ম্যাচে এটি ছিল আলবার তৃতীয় গোল!

৬১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। ফাফা পিকল্টের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডাররা ঠিকভাবে দূরে সরাতে পারেননি। সেই বলেই অসাধারণ এক ভলিতে গোল করেন উরুগুইয়ান কিংবদন্তি। এই গোলেই সুয়ারেজের পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা ছুঁয়ে ফেলল ৬০০। যা তার দুর্দান্ত ক্যারিয়ারের আরেক মাইলফলক।

ম্যাচের শেষদিকে, ৮৭তম মিনিটে মেসি এবার আলবার কাছ থেকেই পেলেন এক চমৎকার লফটেড বল। বুকে নিয়ন্ত্রণে এনে এক ঝলকে শট এবং গোল! স্কোরলাইন ৪-০। আর স্টেডিয়ামজুড়ে কেবল একটাই নাম মেসি!

এই জয়ে মেসি গড়লেন নতুন এক রেকর্ড। এমএলএস ইতিহাসে এক মৌসুমে নয়টি ম্যাচে অন্তত দুটি করে গোল করা প্রথম খেলোয়াড় হলেন তিনি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ ও সতীর্থরা প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কিংবদন্তিকে। মেসি এখন জাতীয় দলের শিবিরে যোগ দেবেন পুয়ের্তো রিকোর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের আগে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT