আন্তর্জাতিক ডেস্ক || গাজা সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বনেতারা মিসরে এক টেবিলে বসছেন। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের পর্যটন শহর শারম আল-শেখে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। খবর আলজাজিরার।
শনিবার এক বিবৃতিতে মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা।
এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের পেদ্রো সানচেজও অংশ নেবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও তার উপস্থিতি নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি অংশ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।
গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে এই সপ্তাহে মার্কিন-মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি চুক্তির প্রথম পর্যায়ের আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হয়েছে। গাজা যুদ্ধে ৬৭ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং দুর্ভিক্ষপীড়িত ছিটমহলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, যুদ্ধবিরতি ‘এক ধরনের সহিংসতার অবসান ঘটিয়েছে, তবে ধ্বংসস্তুপের মধ্যে গাজাবাসীর বেঁচে থাকার সংগ্রাম অব্যাহত রয়েছে’।