আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে তালেবানের ২০০ সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তান। রবিবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ দাবি করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আফগান পক্ষ থেকে হামলার পর সীমান্ত সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২০০ জন তালেবান ও তার সহযোগী সন্ত্রাসী নিহত হয়েছে।
এতে বলা হয়েছে, “২০২৫ সালের ১১/১২ অক্টোবর রাতে, আফগান তালেবান এবং ভারত-মদদপুষ্ট ফিতনা-আল-খাওয়ারিজ পাক-আফগান সীমান্তে পাকিস্তানে বিনা উস্কানিতে আক্রমণ শুরু করেছিল।”
ফিতনা-আল-খাওয়ারিজ শব্দটি পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা হয় এবং ফিতনা-আল-হিন্দুস্তান শব্দটি বেলুচিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ব্যবহার করা হয়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “রাতভর সংঘর্ষের সময়, এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে পাকিস্তানের ২৩ জন সাহসী সন্তান শাহাদাত বরণ করেছেন এবং ২৯ জন সেনা আহত হয়েছেন।”
এতে বলা হয়েছে, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুসারে, ২০০ জনেরও বেশি তালেবান এবং তার সহযোগী সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে, আহতের সংখ্যা অনেক বেশি।”
এদিকে, রবিবার তালেবান সরকার নিশ্চিত করেছে যে তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছে। তালেবানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে।