নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফারিয়া ইয়াসমিনকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। আগামী ২০ নভেম্বর থেকে নতুন এমডির নিয়োগ কার্যকর হবে।
প্রসঙ্গত, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। সর্বশেষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.০৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯.৩৮ শতাংশ শেয়ার রয়েছে।