1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
’বিপিএলে বরিশাল খেললে তামিমও খেলবে’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

’বিপিএলে বরিশাল খেললে তামিমও খেলবে’

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || অন্তত পাঁচটি দল নিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য দল চেয়ে দরপত্র আহ্বান করছে বিসিবি।

বিপিএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিগ বাজেটের দল করে ক্রিকেটপ্রেমিদের মন ভরিয়ে দেয় দলটি। কিন্তু গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল থাকছে না এবারের আসরে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বরং, বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে আয়োজকদের নির্দিষ্ট বিষয়ে শর্ত দিয়েছে তারা। সঙ্গে এ-ও জানিয়েছে যদি বিপিএলে বরিশাল খেলে তাহলে তামিম ইকবালও খেলবেন।

ক্রিকবাজকে দলটির চেয়ারম্যান মিজানুর রাহমান বলেছেন, ‘’যদি বিপিএল হয় তবে আমি তাকে (তামিম) খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয় বরিশাল খেললে সে-ও খেলবে।”

কিছুদিন আগেও তামিম বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। মাঠে ফেরার আর তার সম্ভাবনা ছিল না। কিন্তু নির্বাচন বয়কট করেন তিনি। পরবর্তীতে ঢাকার ক্লাব ক্রিকেট বয়কটের ঘোষণা দেন তামিমরা। সাবেক এই অধিনায়ককে আবার মাঠে দেখা যাবে কি না সেই প্রশ্ন উঠতে থাকে। বিপিলের সঙ্গে ঢাকা লিগের সম্পর্ক নেই তা বোঝানোর চেষ্টা করলেন মিজানুর, “আমি মনে করি না এমন কোনও বিষয় আছে (তামিম বিপিএলে খেলবে না) এবং আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কে (ক্রিকেট বর্জন) বলেছিল।’’

এদিকে বিপিএলে ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে মিজানুর বলেছেন, “আমি বলিনি যে, আমি বিপিএলে খেলব না। আমি শুধু বলেছি যে এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো দলের জন্য খেলা কঠিন হবে, তাই আমরা চেয়েছিলাম তারা সময় বাড়িয়ে দিক। আমাদের মতো দলের জন্য (টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া) অসম্ভব হয়ে উঠছে।’’

“আমি একটি ভিন্ন স্লটের জন্য অনুরোধ করেছি এবং এখন দেখা যাক তারা কী বলে। আমি বলিনি যে আমরা খেলব না তবে যদি স্লট পরিবর্তন করা হয় তবে আমরা খেলব…কারণ আমরা সবসময় খেলার সাথেই আছি এবং আমরা খেলার বাইরে নই।” – যোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT